নেপালের ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণ বিনাশ- মৃতের সংখ্যা বাড়ছে আরো

নেপালের ভূমিকম্প নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন কাঠমান্ডু থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

Your browser doesn’t support HTML5

amb

বাংলাদেশে, আজ রবিবারেও ঢাকায় দু’দফা ভূ কম্পন অনুভূত হয়েছে- মানুষ তীব্র আতঙ্কে রয়েছেন ।ইতিমধ্যে নেপালে ত্রাণ সামগ্রী ও মেডিকেল টীম পাঠিয়েছে বাংলাদেশ- জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

amir news

ভূমিকম্প প্রবন অঞ্চল হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ন ভৌগলিক অবস্থান এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমির খসরুর রিপোর্টে মন্তব্য রয়েছে ঢাকার প্রকৌশল বিশ্বিদ্যালয়ের শিক্ষক প্রফেসার মেহদী আহমদ আনসারীর মন্তব্য।

Your browser doesn’t support HTML5

ak ww

রবিবার ভূমিকম্পের পরেই ভারতের কাছেই সব রক্ম সাহাজের আনুরোধ জানায় নেপাল। ভারত সঙে সঙে একের প্পর এক বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠানো শুরু ক্ রে দেয়। ইতি মধ্যে নেপাল থেকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েহে ২৫০ জনকে। ২০০৪ এর স্যুনামি-র সময় যেমন ভারত সকলের আগে শ্রীলংকায় পৌঁছে গিয়েহিল, নেপালেও ভারতই সবার আগে ত্রাণ সামগ্রী নিয়ে প্রতিবেশীর পাশে দাঁড়ালো। অন্যান্য দেশের নাগ রিকদেরও উদ্ধার করবে ভারত।

Your browser doesn’t support HTML5

gupta