বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। বাংলার গর্ব মমতার পর এবার বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানের সূচনা করল শাসক দল।দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র পর এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই নতুন স্লোগান প্রকাশ্যে আনল তৃণমূল। আজ শনিবার দুপুরে তৃণমূল ভবনে এই নতুন স্লোগানের উদ্বোধন করে দলের শীর্ষ নেতৃত্ব।

Your browser doesn’t support HTML5

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন

একুশের বিধানসভা নির্বাচনের আগে স্লোগান-যুদ্ধ জারি। বড়সড় চমক নিয়ে হাজির তৃণমূল কংগ্রেস। নির্বাচনের লড়াইয়ের আগে স্লোগান বড় হাতিয়ার। এতে ভোটারদের মন পাওয়ার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। এবারের ট্যাগলাইন 'বাংলা এবার ঘরের মেয়েকেই চায়'। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ব্যানার তৈরি করে লেখা 'বাংলা নিজের মেয়েকেই চায়'। ইতিমধ্যে মুক্তি পেয়েছে টিজার।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল তৃণমূল ভবন। মনীষীদের ছবি দিয়ে সাজানো হয় ভবনটিকে