নিউ ইয়র্কে যে দু’ই বাংলাদেশি নিহত হন তার বিবরণ এবং ফ্রিলান্স সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লার মন্তব্য শোনাচ্ছেন সরকার কবীরুদ্দীন।

নিউ ইয়র্কের একটি মসজিদের বাংলাদেশি বংশোদ্ভুত ইমাম ও তাঁর এক সহযোগী দূর্বৃত্তের গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন গতকাল শনিবার।পুলিশ সূত্রে বলা হচ্ছে- দূজনকেই পিছন থেকে একেবারে কাছে থেকে- মাথায় গুলি মেরে হত্যা করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শিরা বলেছেন- আততায়ি হত্যাকান্ডের পর আগ্নেয়াস্ত্র হাতে ধরে থাকা অবস্থাতেই অকুস্থল ত্যাগ করে।৫৫ বছর বয়সি ইমাম আকনজি ও তাঁর সহযোগী ৬৪ বছর বয়সি তারা মিয়া অপরাহ্নে নামাজ শেষে মসজিদ থেকে বের হবার পর পরই তাঁদেরকে হত্যা করা হয়। নিউ ইয়র্কের কূইন্স এলাকার ওযোন পার্ক মহল্লার আল ফুরকান জামে মসজিদের সামনেই এ হত্যাকান্ড সংঘটিত হয়। বিশিষ্ট ফ্রিলান্স সাংবাদিক নিউ ইয়র্ক প্রবাসী সৈয়দ মোহাম্মদ উল্লাহ ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় জানান-

Your browser doesn’t support HTML5

kabir imam

ঘটনাটি মত বিশ্বাসের কারণে বা বর্ণবৈষম্যজনিত বিদ্বেষ প্রসূত রোষ হেতু ঘটে থাকতে পারে কিনা তা পরিক্ষা করে দেখা হোক বলে স্থানীয় বাংলাদেশী-এ্যামেরিকান সম্প্রদায় দাবি জানাচ্ছে।