নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ৪০ জন নিহত

সন্দেহভাজন বোকো হারাম বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তরপুর্বাঞ্চলে উচ্চ মাধ্যমিক একটি স্কুলের ছাত্রনিবাসে খুব ভোরে হামলা চালিয়ে অন্তত ৪০ জন ছাত্রকে হত্যা করে।

সেনা বাহিনীর মুখপাত্র ক্যাপটেন ইলাই ল্যাজারাস ভয়েস অফ আমেরিকাকে বলেন বন্দুকধারীরা ইওবো রাজ্যে Yobe State College of Agriculture এ হানা দেয় রবিবার ভোরে, এবং ঘুমন্ত ছাত্রদের উপর গুলি চালায়।

অন্তত ১৮জন ছাত্রকে, রাজ্যের রাজধানী ডামাটারুতে একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। কলেজটি ৫০ কিলোমিটার দূরে গ্রামীন এলাকা গুবজায়, অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে সন্দেহভাজন বোকো হারাম চরমপন্থীরা, ইওবো রাজ্যে বেশ কয়েকটি নৃশংস আক্রমণ চালায়। জুলাই মাসে চরমপন্থীরা ইয়বো রাজ্যে ছাত্র নিবাসে হামলা চালিয়ে ২৯ জন ছাত্র ছাত্রী এবং একজন শিক্ষককে হত্যা করে।