কোনো  দেশ একা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারেনা- জন কেরি

প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজনের প্রয়াসে বাংলাদেশ এবং অন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের জন্য আলোচনা করতে শুক্রবার বাংলাদেশে পৌঁছান। আগামী ২২ ও ২৩ এপ্রিল প্রেসিডেন্ট জো

বাইডেন লিডার্স সামিট অন ক্লাইমেটের প্রস্তুতির অংশ হিসেবে তার এই সফর।

এ সময় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের উদ্দেশে বলেন- কোনো দেশ একা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারেনা।


এসময় তিনি রোহিঙ্গাদের পাশে থাকায় শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানান।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আশা করেন জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র অর্থ ও প্রযুক্তি যোগান দিয়ে বাংলাদেশের পাশে থাকবে।

Your browser doesn’t support HTML5

কোন দেশ একা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারেনা- জন কেরি




জন কেরি জলবায়ু নীতি, বিনিয়োগ, উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক বিকাশের মাধ্যমে

সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতার ওপর আলোকপাত করেন।