রসায়নবিদ্যায় ৩ বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন

Sweden Nobel Prize

সুইডেনের স্টকহোমে নোবেল প্রাইজ কমিটি, বুধবার রসায়নবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। জীবন্ত কোষ কী করে তার ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে তার উপর গবেষণার জন্য তারা এই পুরস্কার পেলেন। ক্যানসার চিকিৎসায় ওই গবেষণা সহায়ক হবে।

ওই তিন বিজ্ঞানী হচ্ছেন সুইডেনের টমাস লিন্ডল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ ও তুরস্কের আজিজ সানজার।