ছত্তিশগড়ে নকশালপন্থী ৬২ জন সদস্যের আত্মসমর্পণ

Nokshal

ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটের মুখে আত্মসমর্পণ করলো ৬২ জন‘কট্টর’ নকশালপন্থী সদস্য ‘ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ এক টুইট বার্তায় বিরাট সাফল্য’ বলে অভিনন্দন জানিয়েছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং কে।

ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৬২ জন ‘কট্টর’ নকশাল সদস্য। আজ মঙ্গলবার ধরা দেওয়া এই মাওবাদীদের মধ্যে ৫৫ জন অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। ছত্রিশগড়ের বস্তারের পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, নারায়ণপুরে এই আত্মসমর্পণ হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোটগ্রহণ হবে দু দফায়। ১৮টি আসনে আগামী ১২ই নভেম্বর, বাকি ৭২টিতে আগামী ২০ শে নভেম্বর। প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা বেশিরভাগ কেন্দ্রই পড়ছে মাওবাদী কবলিত এই বস্তার এলাকায়। উল্লেখ করা যেতে পারে দিনকয়েক আগে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার কভার করতে যাওয়া দূরদর্শন টিমের চিত্রসাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মাওবাদী হামলায়। ভোটগ্রহণ পর্ব হিংসায় রক্তাক্ত, অশান্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই আজ এক সঙ্গে এত মাওবাদীর আত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর ‘বিরাট প্রাপ্তি’ ও সাফল্য বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি ট্যুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ,ডিজিপি ও পুলিশ বাহিনীকে।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

ছত্তিশগড়ে নকশালপন্থী ৬২ জন সদস্যের আত্মসমর্পণ