উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে নাঃ মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন যে ওয়াশিংটন উত্তর কোরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে না এবং দক্ষিণপূর্ব এশিয় দেশগুলোকেও উত্তর কোরিয়ার উপরে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বলেন, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ভাবে পরমানুঅস্ত্র নিরস্ত্রীকরনের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত পেন্টাগন তাদের অভিযান চালিয়ে যাবে।

সিংগাপুরের প্রধানমন্ত্রী লী হেসিন লুং-এর সংগে দ্বিপাক্ষিক বৈঠকের পরে, শুক্রবার মাইক পেন্স বলেন, আমাদের উচিত এই চাপ অব্যাহত রাখা এবং উওর কোরিয়া সম্পূর্ণ ভাবে পরমাণুঅস্ত্র মুক্ত হয়েছে তা চূড়ান্ত ভাবে পরিক্ষিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ প্রদত্ত সব ধরণের নিষেধাজ্ঞা বহাল রাখার উপরে জোর দিতে হবে।