ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষণ করলেন অধ্যাপক আলী রীয়াজ

সাম্প্রতিক সময়ে যে দুটি বিষয়ে আলোচনার শীর্ষে রয়েছে, তার একটি হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য চুক্তি এবং ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্র-স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের হুমকি। উত্তর কোরিয়া এবং ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির এই পার্থক্য, দুটি স্থানের ভিন্নতর ভূ-রাজনৈতিক পরিস্থিতি, দুই কোরিয়ার একত্রীকরণে যুক্তরাষ্ট্র ও চীনের আনুপাতিক লাভ-লোকসান এ সব বিষয় নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির, Politics & Government বিভাগের অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে, ওয়াশিংটনে আমাদের স্টুডিও থেকে কথা বলেছেন, আনিস আহমেদ ।

Your browser doesn’t support HTML5

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে কথা বলেছেন, আনিস আহমেদ