উত্তর কোরিয়ার কূটনীতিক দক্ষিণ কোরিয়ায় আশ্রয় চেয়েছেন

লন্ডনে দায়িত্বরত উত্তর কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূত থাই ইয়ং হো এর সন্ধান মিলেছে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন। তিনি সেখানে আশ্রয় চেয়েছেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, আলোচিত এ কূটনীতিক তাদের জিম্মায় রয়েছেন।

এর আগের খবর ছিল, ডেপুটি রাষ্ট্রদূত তিন সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন। সর্বশেষ খবর হচ্ছে, তিনি নিজেই সিউল কর্মকর্তাদের জানিয়েছেন, স্বেচ্ছায় স্বপক্ষ ত্যাগ করেছেন।

তিনি বলেছেন, তার পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া, পিয়ংইয়ং কর্তৃপক্ষের সঙ্গে তার বনিবনা হচ্ছে না, এটাও জানিয়েছেন তার আর্জিতে। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

উত্তর কোরিয়ার কূটনীতিক দক্ষিণ কোরিয়ায় আশ্রয় চেয়েছেন