আলাপন: নিউইয়র্কের সবশেষ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তার শংকা

আপনারা জানেন, নিউইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে উজবেক যুবক সাইফুল্লো সাইপভ ৮ জনকে হত্যা করেছে। ঐ ঘটনার পর আবারো এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। সে ভীতি অভিবাসী মুসলিম কমিউনিটির মানুষের মাঝে বোধহয় খানিকটা বেশী। কারন হামলাকারী একজন মুসলিম এবং ইসলামিক স্টেটের হয়ে হামলা করেছে বলে এখন পর্যন্ত জানা গেছে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় “নিউইয়র্কের সবশেষ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তার শংকা"।

আজকে অতিথি হিসাবে ছিলেন নিউইয়র্ক থেকে সাপ্তাহিক বর্নমালার সম্পাদক মাহফুজুর রহমান, নিউইয়র্ক থেকে সাম্পাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান এবং ফ্লোরিডা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা। অনুষ্টানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার, সেলিম হোসেন ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: নিউইয়র্কের সবশেষ সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তার শংকা