কংগ্রেসনাল ডিষ্ট্রিক্ট ৫ এর প্রাইমারীতে জয়ের ব্যাপারে আশাবাদী ডেমোক্রাট মিজান চৌধুরী

মিজান চৌধুরী হলেন প্রথম বাংলাদেশী আমেরিকান যিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলধারার রাজনীতিতে এর আগে সরাসরি জড়িত না থাকলেও তিনি অনেকদিন ধরে কম্যুনিটি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আসছে ২৬ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য কংগ্রেসনাল ডিষ্ট্রিক ৫ এর প্রাইমারীতে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ডেমোক্রাট মিজান চৌধুরী। ১৯ জুন নিউইয়র্কে ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে কংগ্রেসের সদস্য পদপ্রাথী মিজান চৌধুরী বলেন, তিনি মূলধারার বিভিন্ন কর্মকান্ডের সাথে ১৮ বছর ধরে জড়িত।

এছাড়া তিনি বিভিন্ন গনমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের মতবিনিময় করে সবার সহযোগিতা কামনা করেন। মিজান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার আনুমানিক ১৫ হাজার বাংলাদেশী আমেরিকান ভোটার যদি ২৫ জুন ভোট প্রদান করেন তাহলে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিউইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরন।