যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন

UN General Assembly

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি যুদ্ধ ও সংঘাত বর্জন করে সারা পৃথিবীতে সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

আমেরিকান নেতা জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন “আমরা যদি সহযোগিতা করে কাজ না করতে পারি, আমরা সবাই তার ফলাফল ভোগ করবো। আমরা সবাই আরও বলিষ্ঠ হবো যখন আমরা এক সঙ্গে কাজ করবো।”

মি ওবামা, মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে আমেরিকার সামরিক শক্তি ব্যবহারের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন ইসলামিক স্টেটe কখনই কোথাও নিরাপদ আশ্রয় স্থান পাবে না।