জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে আলাস্কা সফর শেষ করলেন প্রেসিডেন্ট ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমাতাসীন প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট বারাক ওবামা সুমেরু অঞ্চলের উত্তরে একটি ছোট শহর পরিদর্শন করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি তার তিন দিনের আলাস্কা সফর শেষ করেন।

তিনি ডিলিংহাম নামক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ ও স্যামন শিকারী জেলে সম্প্রদায়ের সঙ্গে কিছু সময় কাটান। স্থানীয় একটি স্কুলের বাচ্চাদের সেখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃকতিক অনুষ্টান উপভোগ করেন।

White House জানিয়েছে অ্যালাস্কার প্রত্যন্ত এলাকায় এক একটা এলাকার কমিউনিটি যে বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবেলা করার লক্ষ্যে, প্রেসিডেন্ট নতুন উদ্দোগের কথা ঘোষণা করবেন।

ওই সকল কমিউনিটি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি যাতে বুঝতে পারে এবং তার জন্য প্রস্তুতি নিতে পারে তাতে সাহায্য করার জন্য ওই সব উদ্দোগে কিছু কার্যব্যবস্থা বা হাতিয়ার অন্তর্ভুক্ত থাকবে।