প্রেসিডেন্ট ওবামার দক্ষিন পূর্ব এশিয়া সফর নিয়ে প্রফেসার শহিদুজ্জামানের আলোচনা

বর্মা সফর শেষে প্রেসিডেণ্ট ওবামা এখন পনমপেন পৌঁচেছেন । বর্মা সফর সম্পর্কে বিভিন্ন মহল বলা হচ্ছে , এটা ছিলো অপরিপক্ক ফলদান ।
এই গোটা সফরটাই , প্রেসিডেন্ট ওবামার , শুধুই চীনকে কিছুটা সংযত রাখা , বাড়াবাড়ি করতে না দেওয়ার অবস্থায় ধরে রাখার লক্ষেই প্রণীত হয়নি , এ লক্ষ আরো ব্যাপক বিস্তৃত , অর্থনীতি-বানিজ্য ক্ষেত্রেও । মন্তব্য করেছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসার শহিদুজ্জামান ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাত্কারে ।

Your browser doesn’t support HTML5

obama asia