প্রেসিডেণ্ট ওবামার ভারত সফর বিষয়ে প্রফেসার অমিত শোভন রায়ের মূল্যায়ন
প্রেসিডেণ্ট ওবামা তিন দিনের ভারত সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং বানিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মনোযোগ নিবদ্ধ রেখেছেন – বিভিন্ন মঞ্চে-বিভিন্ন গোষ্ঠীর আলোচনায় অংশ নিচ্ছেন। তাঁর ভারত সফর সম্পর্কে মন্তব্য করেন নতুন দিল্লির জহরলাল নেহরূ ইউনিভার্সিটির Centre for International Trade and Development, School of International Studies-এর অধ্যাপক ডক্টর অমিত শোভন রে।