প্রেসিডেন্ট ওবামা আধ্যাত্মিক নেতা দালাই লামার সংগে সাক্ষাত করবেন


প্রেসিডেন্ট বারাক ওবামা আজ হয়াইট হাউজে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সংগে সাক্ষাত করবেন। এই বৈঠকের বিষয়ে চীন কঠোর সর্তকতা ঘোষণা করেছে।

হোয়াইট হাউজ, বৃহষ্পতিবার দিনের গোড়ার দিকে জানিয়েছে যে মিঃ ওবামা অত্যন্ত সম্মানীয় ধর্মীয় এবং সাংষ্কৃতিক নেতা হিসাবেই দালাই লামার সংগে সাক্ষাত করছেন।

একটি বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা দালাই লামার কথিত, মধ্যপন্থা অর্থাৎ চীনের সংগে একাত্মকরণও নয় অথবা চীন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়া নয়--- এই ভাবধারাকে সমর্থন করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় বৈঠক নাকচ করার আহ্বান জানিয়েছে।

ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী হুয়া চুংইং সতর্ক করেছে যে এতে কূটনৈতিক মারাত্মক ধরণের প্রতিক্রিয়া দেখা দেবে।

২০১০ এবং ২০১১ সালে মি ওবামা ও দালাই লামার মধ্যে বৈঠকের সময় চীন একই ধরণের সর্তকতা জারি করে ছিল।