যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেসের প্রতি, বিত্তশীলদের কর বৃদ্ধি বিষয়ক বিল অনুমোদন করার আবেদন জানিয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সবচাইতে বিত্তশীল আমেরিকানদের ন্যয্য কর দেওয়ার সময় হয়েছে।

অ্যাক্ট ওবানা

তার সাপ্তাহিক ভাষণে মি ওবামা কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছেন কয়েক সপ্তাহে যেন তারা কথিত বাফেট রুল বিলের পক্ষে ভোট দেন।

ধনকুবের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এর নাম অনুসারে ওই বিলে, যারা অন্তত ১০ লক্ষ ডলার আয় করেন তাদের কর বৃদ্ধি করা হবে। বাফেট বলেছেন তার সেক্রেটারির চাইতে আয়করের আরও কম হারে তিনি কর দেন।

রিপাবলিকানদের তরফে ভাষণ দেন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বেইনার।। তিনি ওবামা প্রশাসনের সমালোচনা করেন যে তারা সরকারের মালিকানাধীন অঞ্চলে তেল ও গ্যাস উত্পাদন বৃদ্ধি করার বিষয়ে যথেষ্ট করছেন না।

অ্যাক্ট বেইনার

তিনি বলেন তেল শোধনাগারের উপর নতুন নিয়ম বিধি আরোপ করা যেন বন্ধ করা হয়।