পশ্চিম বঙ্গে ১৭ শতাংশ সংরক্ষণের দাবিতে আন্দোলনে নামছে Other backward class বা OBC ফ্রন্ট


অন্যান্য অনগ্রসর শ্রেনীদের (ওবিসি)'র জন্য রাজ্যে সার্বিকভাবে সংরক্ষণের দাবি উঠল। ওবিসি ফ্রন্ট পশ্চিমবঙ্গ নামে একটি সংগঠন এই দাবীতে এরাজ্যে শীর্ঘ্রই আন্দোলনে নামতে চলেছে।এখন এ রাজ্যে ওবিসি জাতিগুলিতে দুটি শ্রেনীতে এ এবং বি ভাগ করে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষনের ব্যাবস্থা করা হয়েছে। বেশী পিছিয়ে পড়া ওবিসি এ শ্রেনীভুক্ত জাতিগুলির জন্য 10 শতাংশ এবং ওবিসি বি শ্রেনীর জাতিগুলির জন্য 7 শতাংশ সংরক্ষন রয়েছে। ওবিসি ফ্রন্ট দাবী করছে ওবিসি 'র পৃথক সংরক্ষন তুলে দিয়ে একত্রে ওবিসি দের জন্যে মোট 17 শতাংশ সংরক্ষন চালু করতে হবে।

ওবিসি সংগঠনের 15 তম বার্ষিক সাধারন সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বিষয়টি নিয়ে আগামী দিন রাস্তায় নেমে জঙ্গি আন্দোলনে নামতে চায় ওবিসি সংগঠন।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy obc