চলে গেলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণী

Ferdousi Priyabhashini

স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণী ৭১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা পৌনে ১ টায় ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি কিডনি ও হৃদরোগ জনিত জটিলতায় ভুগছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হন এই মুক্তিযোদ্ধা।

আগামী ৮ই মার্চ বেলা ১১ টায় সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারেতার মরদেহ রাখা হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ফেরদৌসি প্রিয়ভাষিণীর মৃত্যুর খবরে সারাদেশে নেমে আসে শোকের ছায়া।

Your browser doesn’t support HTML5

নাসরিন হুদা বিথীর রিপোর্ট