বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাবের চির বিদায়

বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে শেষ নিঁশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর আনোয়ার হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনেরও নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আযাদও।

স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করে সেই ঊনিশশ ষাটের দশকেই আনোয়ার হোসেন হয়ে ওঠেন ‘বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব’ আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালে, জামালপুরের সরুলিয়ায়অভিনয়ে হাতেখড়ি স্কুল জীবনেই ১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তাঁর প্রবেশ তাঁর অভিনীত আরেকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে জীবন থেকে নেয়া উ বায়তুল মুকাররম এবং এফডিসিতে দুটি নামাজে জানাজা শেষে তাঁকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করা হয়।




Your browser doesn’t support HTML5

রিপোর্টটি শুনুন