ভারত ও চীনকে ওআইসি'র পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি'র সব সদস্য দেশেই মুসলিমরাই সংখ্যাগুরু। শনিবার ঢাকায় সংগঠনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আইচ মাহমুদ আলি প্রস্তাব দেন, ভারত ও চীনের মত দেশে মুসলিমরা সংখ্যাগুরু না হলেও তাদের ওআইসি-তে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ করা যেতে পারে।

কেননা এসব দেশের মুসলিম নাগরিকেরা সংখ্যায় বহু ওআইসি দেশের মুসলিম নাগরিকদের চেয়ে বেশি। সংগঠনের আওতায় তাদের না আনলে ওআইসি-র অনেক ভাল কাজের সুফল তারা পাওয়ার সুযোগই পাচ্ছে না। অতীতে কিন্তু এ ধরণের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।