ও আই সি পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী বৈঠক বাংলাদেশে

বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন সংবাদ জানিয়ে বলা হয় মঙ্গলবার
জেদ্দায় অনুষ্ঠিত আগামী ৪৪ তম ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি বৈঠকে ওআইসি দেশ
সমূহের সিনিয়র কর্মকর্তারা এ সিধান্ত নিয়েছেন।

বৈঠকে নেয়া কয়েকটি প্রস্তাবের একটিতে ৫৭ সদস্যের ওআইসি মিয়ানমারের রখাইন রাজ্যে রোহিঙ্গা
সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে রোহিঙ্গা
মুসলিমদের বিষয়ে কফি আনানের নেতৃত্বাধীন এডভাইজারি কমিটির সুপারিশ সমূহ অবিলম্বে কার্যকর
করার আহ্বান জানিয়ে রখাইন রাজ্যে থেকে বাংলাদেশ চলে আসা রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করার তাগিদ জানান হয়।

Your browser doesn’t support HTML5

শুনুন ঢাকায় ও আই সি বৈঠক সম্পর্কে জহুরুল আলমের প্রতিবেদন