রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে ওআইসি’র উদ্যোগ

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে উদ্যোগী হয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন যা ওআইসি নামে পরিচিত। ৫৭ রাষ্ট্রের এই জোটের তরফে ইতোমধ্যেই নিউ ইয়র্ক, ব্রাসেলস ও জেনেভায় সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিদের জরুরি বৈঠক আহবান করা হয়েছে।

সংস্থাটির নব নির্বাচিত মহাসচিব ড: ইউসুফ আল ওতাইমিন এ বৈঠকের নির্দেশনা দিয়েছেন বলে মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কথাবলেছেন। ওই জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক আহবানের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Your browser doesn’t support HTML5

Rohingya



মতিউর রহমান চৌধুরী