এবারের অলিম্পিক স্মরণীয় হয়ে থাকবে বিভিন্ন কারণে

Rio Olympics Closing Ceremony

আকর্ষণীয় সংগীত, নৃত্য আর আলোকসম্পাতের মধ্য দিয়ে ইতি টানা হলো রিও অলিম্পিকের। সমাপনী অনুষ্ঠানে তুলে ধরা হলো ব্রাজিলের ঐতিহ্য আর সংষ্কৃতি। পরবর্তী অলিম্পিকের দায়িত্ব গ্রহণ করলো জাপান। দেশটির প্রধানমন্ত্রী উপস্থিত থেকে সেই দায়িত্ব নিলেন।

এবারের অলিম্পিক স্মরণীয় হয়ে থাকবে বিভিন্ন কারণে। আমেরিকা মোট ১২১টি পদক নিয়ে সবার চাইতে এগিয়ে রইলো। জ্যামাইকার স্প্রিন্টার উসেইন বোল্ট একরকম হেসে খেলে একাধিক স্বর্ণ জিতলেন। মাইকেল ফেল্পসের ঝুলিতে এখন ২৩টি স্বর্ণ। সিমন বাইলস জিমন্যাস্টিকে ৪টি স্বর্ণ জিতে নিলেন। ভারতের দীপা কর্মকার পদক না পেলেও ভবিষ্যতের সম্ভাবনা জিইয়ে রাখলেন। বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান অংশগ্রহণ করে নিজ দেশকে সন্মানিত করলেন। অ্যামেরিকার মহিলা সাঁতারু কেটি লেডেকি ভেঙ্গে দিলেন আগের সব রেকর্ড। ফুটবলে ব্রাজিল প্রথমবারের মত স্বর্ণ জিতে জার্মানীর বিরুদ্ধে প্রতিশোধ নিল। আরো অনেক অ্যাথলিট এবারের অলিম্পিকে দর্শকের মন ছুঁয়ে গেছেন।

এসব বিষয় নিয়ে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের সাথে কথা বলেছেন আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

olympic