অনলাইন শপিং বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে

অনলাইন শপিং বাংলাদেশে নতুন হলেও প্রতিদিনই জনপ্রিয় হয়ে উঠছে এবং বাড়ছে এর প্রসারও। অনলাইন শপিং বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই বাজার ব্যবস্থায় বছরে ১শ কোটি টাকার বেশি মালামাল ক্রয়-বিক্রয় হচ্ছে। আর অদূর ভবিষ্যতে এই পরিমাণ দ্বিগুণ হবে বলে তাদের ধারণা। বিশেষ করে এবারের ঈদে অনলাইন শপিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন শপিংয়ে এই ঈদেই ৫০ কোটি টাকার বেশি বেচা-বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে একদিকে ক্রমবর্ধমান যানজট এবং অন্যদিকে বাজার করা ঝক্কি-ঝামেলা এড়ানোই মুখ্য। বাংলাদেশে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা এবং এই ঈদ অনলাইন বাজার নিয়ে কথা বলেছেন আড়ং-এর চিফ অপারেটিং অফিসার আবদুর রউফ এবং বাটা বাংলাদেশের ই-কমার্স ম্যানেজার মোহসেনা হাসান।

Your browser doesn’t support HTML5

অনলাইন শপিং বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে