শরণার্থীদের নিয়ে মানবাধিকার জাহাজ এখন নিরাপদ নোঙ্গরের খোঁজে 

স্পেনের পতাকাবাহী, মানবাধিকার জাহাজ, "দি ওপেন আর্মস চ্যারিটি" ক'দিন আগে ভূ-মধ্যসাগরে ২৬৫ জন শরণার্থীকে উদ্ধারের পর,নিরাপদ বন্দরে নোঙ্গরের অপেক্ষায় রয়েছে I জাহাজটি শনিবার টুইটার বার্তায় জানায়, যে আন্তর্জাতিক সমুদ্র জলসীমায় কাঠের একটি জলযানে ভাসমান, ৯৬ জন শরণার্থীকে তারা উদ্ধার করে I জাহাজ কর্তৃপক্ষ জানায়, এদের বেশির ভাগ ইরিত্রিয়ার জনগণ, যাদের অনেকেই এখন 'হাইপোথারমিয়া' রোগে ভুগছেন I

অন্য এক উদ্ধার তৎপরতায়, দুদিন আগে "দি ওপেন আর্মস চ্যারিটি" জাহাজটি, ১৬৯ জন শরণার্থীকে উদ্ধার করে, যারা লিবিয়া থেকে সমুদ্রে পাড়ি জমিয়েছিলেন I