ওড়িশায় মাওবাদী হামলার ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত চার পুলিশকর্মী

India

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্ত অঞ্চলওড়িশার কোরাপুটের কাছে মাওবাদী হামলার ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অন্তত হলেন চার পুলিশকর্মী। জখম আরওসাত। খবরে প্রকাশ, গতকাল দিনের শেষে কোরাপুটের সুঙ্কিঘাটের মুঙ্গারভূমিতে ওড়িশা পুলিশের বিশেষ বাহিনীর কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জানা গিয়েছে, প্রায় বারোজন পুলিশকর্মী, বেশিরভাগ চালক, তাঁরা কটকের উদ্দেশে যাচ্ছিলেন,তখনই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। চার জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। আরও একজনের দেহের খোঁজ মিলছে না। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইঘটনায় চিরুনী তল্লাশী শুরু হয়েছে বলেও খবর।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (পুলিশ)