পাকিস্তান মিথ্যা ও প্রতারণা ছাড়া যুক্তরাষ্ট্রকে কিছুই দেয়নি: প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, আমেরিকান বাহিনী আফগানিস্তানে যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য আবারো পাকিস্তানকে দায়ী করেছেন।

২০১৮ সালের প্রথম টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "যুক্তরাষ্ট্র বোকার মত গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩০০ কোটি ডলারের বেশী সাহায্য দিয়েছে এবং তারা আমাদের নেতাদের বোকা মনে করে মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই দেয়নি। আফগানিস্তানে আমরা যে সন্ত্রাসীদের খুঁজছি, তাদেরকে তারা নিরাপদ আশ্রয় দিয়েছে। তারা সামান্যই সাহায্য করছে। আর না!"

আফগান ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে হামলা চালানোর জন্য ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইসলামাবাদ, বিশেষ করে দেশটির নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আফগানিস্তানের তালেবান ও হাক্কানি নেটওয়ার্ককে গোপনে সহায়তা করার জন্য অভিযুক্ত করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছেন কিনা, তা তাৎক্ষনিক ভাবে পরিস্কার নয়।