সন্ত্রাসীদের গ্রুপ আফগান সীমান্তের ওপার থেকে পাকিস্তানে হামলা চালায়

Pakistan and Afghanistan

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে রবিবার সন্ত্রাসীদের একটি গ্রুপ আফগান সীমান্তের ওপার থেকে রকেট হামলা চালায়। আক্রমণে ৪ সৈনিক নিহত ও অন্যান্য চারজন আহত হয়।

আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার উপজাতীয় অঞ্চলে ওই ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর বার্তা মাধ্যম এক বিবৃতিতে বলেছে “আফগানিস্তানের দিক থেকে সন্ত্রাসীরা যে গোলা চালায় তা এসে লাগে আখান্দাওয়াল গিরিপথে পাকিস্তানের এক ৮হাজার ফুট উচু এক খুটিতে। পাকিস্তানী সেনারা প্রয়োজন মত পাল্টা জবাব দেয় এবং সন্ত্রাসীদের গ্রুপটিকে নির্মূল করে ফেলে।

পাকিস্তান অভিযোগ করেছে যে পলাতক বিদ্রোহী যাদের তালেবানের সঙ্গে সংযোগ রয়েছে তারা আফগানিস্তানের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে, যেখান থেকে তারা পরিকল্পনা করে এবং সীমান্তের ওপার থেকে হামলা চালায়।