পাকিস্তান ও ভারতের মধ্যকার সকল বিরোধ-মতদ্বৈধতার অবসান প্রত্যাশায় সংলাপের প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এবং নরেন্দ্র মোদীর তরফে এর প্রত্যুত্তরে ভারতের অনীহা–এ নিয়েই আমরা কথা বলেছি পাকিস্তান প্রবাসী সাংবাদিক, ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক মাওকাওয়াত আহসানের সঙ্গে।
Your browser doesn’t support HTML5
sk
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন।