পাকিস্তানে ভারতীয় অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করায় ভারতের লোকসভায় বিতর্ক

India Lok Shava

পাকিস্তানে ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া ভারতীয় নৌবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার কূলভূষণ যাদবকে পাকিস্তান মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করায় এবং পাকিস্তান সেনা বাহিনীর আইনে দেওয়া মৃত্যুদণ্ডের সাজায় সিলমোহর দিয়েছেন পাক সেনাপ্রধান চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরই পরিপ্রেক্ষিতে কূলভুষণ যাদব ইস্যুকে সামনে রেখে আজ লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সরকারপক্ষকে প্রশ্ন বানে চেপে ধরেন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান গেলেন অথচ কূলভূষণ যাদবের বিষয়টি তুললেন না কেন? প্রশ্ন করে লোক সভার বিরোধী দলকংগ্রেস। আজ লোকসভায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে এ কথা বলেন।এই প্রসঙ্গে জবাব দিতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, পাক এজেন্সিগুলি কূলভূষণকে অপহরণ করে, র গুপ্তচর হিসেবে তাঁকে দেখিয়ে তাঁর বিচার করে তারা। যেভাবে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কঠোর প্রতিবাদ করেছে কেন্দ্র, কক্ষকে তিনি আশ্বস্ত করতে চান, ন্যায় অবশ্যই করা হবে।
সে সংগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট্যারে বলেছেন, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করে কূলভূষণকে মুক্ত করুক সরকার। অপরদিকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও এদিন সংসদে জানিয়ে দেন, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে কূলভূষণ যাদবকে। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির কোনও প্রমাণ পাক সরকারের কাছে নেই। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলে পাক সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।প্রসংগত বলা যেতে পারে গত বছরের তেসরা মার্চ কূলভূষণকে ইরান থেকে প্রবেশের পর বালুচিস্তানে ‘গ্রেফতার করে’ পাক নিরাপত্তা বাহিনী। তাঁর বিরুদ্ধে পাকিস্তানে নাশকতার ছক তৈরির অভিযোগ আনা হয়।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট