পাকিস্তানে, আফগান সীমান্তের কাছে বিদ্রোহ দমন অভিযান

Pakistan and Afghanistan

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে গত দু’মাসে আফগান সীমান্তের কাছে বিদ্রোহ দমন অভিযানে তারা ২৫০জন চরমপন্থীকে হত্যা করেছে, এবং তাদের ৮জন সৈনিক প্রাণ হারিয়েছে।

সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন উত্তর ওয়াজিরিস্তানের প্রত্যন্ত শাওয়াল উপত্যকায় লড়াই ছিল, একটা ব্যাপক স্থল ও বিমান আক্রমণ অভিযানের চুড়ান্ত পর্ব। আধা স্বায়ত্ব শাসিত উপজাতীয় অঞ্চলকে স্থানীয় ও বিদেশী চরমপন্থী যোদ্ধা মুক্ত করার লক্ষ্যে ২০১৪ সালের জুন মাসে ওই অভিযান শুরু হয।