আফগান শান্তি আলোচনা নতুন করে শুরু করতে পাকিস্তান চেষ্টা করছে : শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ আজ শনিবার বলেন যে আফগান শান্তি আলোচনা আবারও শুরু করার জন্য তাঁর দেশ নতুন করে চেষ্টা করছে ।

শরীফ আবারও বলেন যে পাকিস্তানের এই নিবীড় প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে আফগানিস্তানের লড়াইয়ের নিস্পত্তিতে পৌঁছুনো। লাহোরে শরীফ বলেন আমরা আফগানিস্তানে বোঝাপড়ার প্রক্রিয়া ফিরিয়ে আনতে চাই।

জুলাই মাসে ইসলামাবাদ সরকার মধ্যস্থতা করে আফগানিস্তানের সরকার এবং তালিবানদের মধ্যে যুগান্তকারী আলোচনার সুত্রপাত ঘটায়।

১৪ বছরের মধ্যে সেটাই ছিল আফগানের বিববদমান পক্ষগুলোর মধ্যে মুখোমুখি আলোচনা। কিন্তু পুর্ব পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় দফার আলোচনা অনির্দিষ্ট কালের জন্য মূলতবী হয় যায় যখন এটা প্রকাশ হয়ে পড়ে যে দু বছর আগেই তাদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমর মারা গেছেন। শরীফ বলেন যে ঐ সংবাদ প্রকাশ আফগান শান্তি আলোচনার একেবারে গোড়াতেই নেতিবাচক প্রভাব ফেলে।

যখন আফগান শান্তি প্রক্রিয়া চলছিল এবং আর দু দিনের মধ্যেই দ্বিতীয় দফা আবারও আলোচনা শুরু করার কথা , ঠিক সেই মুহুর্তে মোল্লাওমরের মৃত্যুর সংবাদ প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানি প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন।