প্রেসিডেন্ট ওবামা পাকিস্তানে তালেবান বিরোধী উপজাতীয়দের বিরুদ্ধে আত্নঘাতী আক্রমনের তীব্র সমালোচনা করেন

প্রেসিডেন্ট ওবামা পাকিস্তানে তালেবান বিরোধী উপজাতীয়দের বিরুদ্ধে আত্নঘাতী আক্রমনের তীব্র সমালোচনা করেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী উপজাতীয়দের বিরুদ্ধে এক আত্নঘাতী আক্রমনের তীব্র সমালোচনা করেন।

শনিবার পাকিস্তানের বাজুর জেলায় ওই আক্রমনে অন্তত ৪৫ জন নিহত হয, আহত হয় অন্যান্য ১০০ জনের বেশি। শিশুরাও আক্রমনের শিকার হয়।

বোরখা পরা এক মহিলা বিশ্ব খাদ্য কার্যক্রমের এক বিতরণ কেন্দ্রে একটি হাত বোমা ছোড়ে এবং তারপর লোকের ভীড়ে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়।

মিস্টার ওবামা বলেন খাদ্য বিতরণ কেন্দ্রে ওই মারাত্নক আক্রমন মানবতার প্রতি এবং পাকিস্তানের জনগনের প্রতি অবমাননাকর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, আফগান প্রেসিডেন্ট হামিদ কার্যাই এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন সকলেই ওই আক্রমনের তীব্র সমালোচনা করেছেন।