পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে আসছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যুক্তরাষ্ট্র সফরে আসছেন এই রোববার ২১ শে জুলাই এবং মি: খান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠক করবেন। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত পুরনো এবং এই সম্পর্ক নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। ২০১৮ সালে পাকিস্তান সম্পর্কে তাঁর প্রথম টুইট বার্তায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনা করে বলেছিলেন যে ১৫ বছর ধরে পাকিস্তান মিথ্যে কথা বলেছে, ছলনার আশ্রয় নিয়েছে এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাকিস্তানকে তিন হাজার তিন শ কোটি ডলার সাহায্য দিয়েছে । সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২১ শে জুলাই ওয়াশিংটনে আসছেন । ইমরান খানের এই আসন্ন সফর এবং ২২শে জুলাই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের প্রাক্কালে এ রকমটি শোনা যাচ্ছে যে পাকিস্তানকে প্রতিরক্ষা বিষয়ক সাহায্য দেয়া হবে না। এ সব কিছুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক বিশ্লেষণের জন্য আজ সরাসরি টেলিফোনে পাকিস্তানের করাচি থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক মাসকাওয়াথ আহসান । তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ

Your browser doesn’t support HTML5

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর: একটি বিশ্লেষণ