ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ

ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে ১২থেকে ২০জন জায়শ-এ-মোহাম্মদ জঙ্গি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সতর্ক বার্তা দেওয়ার পরই দিল্লিসহ একাধিক রাজ্যে জারি করা হল রেড অ্যালার্ট। শুরু হয়েছে তল্লাশি।
গোয়েন্দাদের কাছে খবর, ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে আগামী দুই-তিনদিনের মধ্যেই বড়সড় নাশকতা চালাতে পারে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক এলাকাগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। গত বৃহস্পতিবার রাতে সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামায় ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। যদিও হামলায় হতাহতের কোনও খবর নেই। ছ'শো চব্বিশ সালে বদরের যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দুহাজার সতেরো সালেও একই রকমভাবে কাশ্মীরের একাধিক এলাকায় হামলা চালিয়েছিল জায়শ-ই জঙ্গিরা। এবারও একই রকম হামলা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

Your browser doesn’t support HTML5

PGR