খেলার মাঠ এর উজ্জল তারকা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খান পরবর্তী প্রধানমন্ত্রী হবার পথে এগোচ্ছেন, জনমত জরিপে সেটাই দেখা যাচ্ছে। যদিও এ মাসের ২৫ তারিখ আসন্ন নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ দলকে সহযোগিতা করে ইমরানকে ক্ষমতায় বসানোর যোগসাজশের পরিকল্পনা করছে সামরিক বাহিনী এমন কথা শোনা যাচ্ছে।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক গত সপ্তাহে পাকিস্তানের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অন্যতম এই রাজনীতিবিদ ইমরান খানের সাথে । নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই দেশটির নানা অঞ্চলে সমাবেশ করেছেন করছেন অক্সফোর্ড থেকে পড়াশোনা করা ৬৫ বছর বয়স্ক ইমরান খান, এসব সমাবেশে ভিড় করছে প্রধানত পাকিস্তানি শিক্ষিত তরুণরা পাকিস্তানের নির্বাচন নিয়ে শাহাদাৎ হোসেন সবুজ কথা বলেছেন করাচিতে অবস্থান করা সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাশকোয়াত আহসান এর সাথে।
Your browser doesn’t support HTML5
জনমত জরিপে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার পথে ইমরান খান