আইএসআই-কে গোপন তথ্য পাচারের অভিযোগে আটক ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মী

সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখার যৌথ দল আইএসআই-কে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে আটক করলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) কর্মী ইশান্ত অগ্রবাল কে ।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) এক কর্মীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তি ডিআরডিও-র ওয়ার্ধা রোড কেন্দ্রে উৎপাদন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।তদন্তকারী দলের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ধৃত ব্যক্তির নাম ইশান্ত অগ্রবাল। তাঁর কাছ থেকে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল সংক্রান্ত তথ্য আদায় করার জন্য সুন্দরী মহিলাকে ব্যবহার করে ফাঁদ পেতেছিল আইএসআই। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখার যৌথ অভিযানে ইশান্ত অগ্রবাল কে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু নথি-পত্র তদন্তকারী দল পেয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট দলের আধিকারিক । সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে সরকারি গোপনীয়তা আইনে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট