ভারতে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে

India

ভারতে পশ্চিমবঙ্গে কয়েক দিন বিস্তর দড়ি টানাটানির পরে বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের ইচ্ছের কাছে এক রকম আত্মসমর্পণ করল রাজ্য নির্বাচন কমিশন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট (পঞ্চায়েত)

স্থির হল,১৪ মে এক দিনের ভোটগ্রহণ, ১৬ মে ভোট গণনা। রাজ্যের শর্ত ছিল, রমজান মাস শুরু হয়ে যাবার আগেই শেষ করতে হবে ভোট পর্ব। সেটাই হচ্ছে। কিন্তু কমিশন সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ৩ দফায় যে ভোট চেয়েছিল, তা ঘটছে না। কেননা, ৫৮,০০০ বুথে ভোট নেবার জন্য যে সংখ্যক সশস্ত্র পুলিশ দরকার, তা রাজ্যের নেই। কেন্দ্রীয় বাহিনিতেও রাজ্যের সম্মতি নেই। রাজ্যের সব কথাই মেনে না নিয়ে আদালতের শরণাপন্ন হতে পারত কমিশন। ২০১৩-য় নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে তা করে সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে মামলা জিতেছিলেন। কিন্তু শিরদাঁড়ার জোর কজন কমিশনারের থাকে?