পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল

অসমে পঞ্চায়েত নির্বাচনের ভাগ্যপরীক্ষায় এবার তৃণমূল কংগ্রেস। এবং এর দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী মাসে অসমে পঞ্চায়েত নির্বাচন। ১৫ নভেম্বর থেকে শুরু হবে তার মনোনয়নপর্ব। সেই নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। মূলত বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় প্রার্থী দিতে চলেছে তৃণমূল।

তৃণমূলের কংগ্রেসের দাবি, ইতিমধ্যে বরাক উপত্যকায় ছাত্র রাজনীতিতে কলেজ ছাত্র সংসদ দখল করেছে তারা। এবার ভোটযুদ্ধে নেমে অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দিতে চায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।অসমে দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। সম্প্রতি NRC বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বীপেন পাঠক। এর পর দলের নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি তৃণমূল। যদিও দলের এই অবস্থা নিয়েই নিয়েই পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস।রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত দেশের উত্তর-পূর্বাঞ্চলে দলের বিস্তার ঘটানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর ও ত্রিপুরায় সংগঠন বিস্তারের চেষ্টা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে অসমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, 'বিভাজনের রাজনীতি করে ভোটবাক্সে ফয়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস।' পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতির বক্তব্য অসমে গিয়ে কোনও লাভ নেই তৃণমূলের। অসমে বাঙালি ও অসমিয়াদের মধ্যে বিভেদ বাড়াতে চাইছে তৃণমূল।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল