পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে অশান্তি, হাইকোর্টে মামলার ইঙ্গিত

Panchayet Logo

গতকাল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে অশান্তি নিয়ে ফের হাইকোর্টে মামলার ইঙ্গিত। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চেঅশান্তির ‘মেনশন’ করল সিপিএম, পিডিএস। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট পঞ্চায়েত

কিন্তু আদালত সেই মামলা শুনবে গরমের ছুটির পর।প্রসঙ্গত, সোমবারই হাইকোর্টের এজলাসেবসে পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই রাজ্যজুড়ে অশান্তি ও মৃত্যুর খবর আদালতে জানান বার কাউন্সিলের এক সদস্য।
এরপরই মোবাইল ফোনে লাইভ টিভিতে রাজ্যের পরিস্থিতি দেখেন বিচারপতিরা। বার কাউন্সিলের ওই সদস্য ছয় জনের মৃত্যুর খবর জানিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানান বিচারপতিদের কাছে। এমনকী স্বরাষ্ট্র সচিব ও কমিশনকে তলবের আর্জিও জানান তিনি। আদালত সূত্রে খবর, এরপরই বিচারপতিরা জানিয়েছেন, তাঁরা এখনই তলব করতে চান না। কিন্তু, আদালত এও জানিয়ে দেন, কেউ যদি এ সংক্রান্ত মামলা রুজু করতে চায়, তাতে আদালতের আপত্তি নেই।