টোকিওর ফাঁকা জাতীয় স্টেডিয়ামে প্যারালিম্পিক শুরু

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় পারফর্ম করছেন পারফর্মাররা । ২৮ আগস্ট ২০২১।

টোকিও অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পর একই ফাঁকা জাতীয় স্টেডিয়ামে প্যারালিম্পিক শুরু হয়েছে। জাপানি সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে প্যারালিম্পেকর উদ্বোধন করেন টোকিও এবং জাপানে কোভিড -১৯ এ সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্যারালিম্পিকস শুরু হয়েছে। ২রা জুলাই অলিম্পিক শুরু হবার পর থেকে টোকিওতে প্রতিদিন করোনায় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেড়েছে। ১২ই সেপ্টেম্বর পর্যন্ত টোকিও জরুরি অবস্থার মধ্যে রয়েছে। প্যারালিম্পিকস সেপ্টেম্বরের ৫ তারিখে এ শেষ হবে।

টোকিও 2020 প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় আতশবাজি। ২৪ আগস্ট ২০২১।

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় পারফর্মাররা স্টেজে পারফর্ম করছেন। ২৪ আগস্ট ২০২১।

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ইতালির ক্রীড়াবিদরা। ২৪ আগস্ট ২০২১

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের ক্রীড়াবিদরা। ২৪ আগস্ট ২০২১।

টোকিও 2020 প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় আফগানিস্তানের পতাকা হাতে প্যারেড করা হয়। ২৮ আগস্ট ২০২১।