ফ্রান্সের মানুষ এই সংকটে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে - অলোক আজিম মল্লিক

APTOPIX Philippines France Paris Attacks

প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্স এবং বেলজিয়ামে নানান জায়গায় নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। ঐ দিনের একাধিক হামলায় শতাধিক লোক নিহত হয়। ফ্রান্সে তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। প্যারিসের পরিবেশ এখন কেমন? সেখানে রয়েছেন প্রচুর সংখ্যক বাংলাদেশী। তারা কি ভাবছেন? এ সম্পর্কে প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশী অলোক আজিম মল্লিকের সাথে কথা বলেছেন আহসানুল হক।

প্যারিসে গত ছয় বছর ধরে কর্মরত একজন বাংলাদেশী অলোক আজিম মল্লিক শুক্রবার হামলার ঘটনার সময় কাজ শেষে ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। সে সময় মোবাইলে অ্যালার্ট থেকে জানতে পারেন হামলার কথা। তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। তিনি টেলিফোনে আমাদের জানালেন, প্যারিসের মানুষ যথাসম্ভব স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করছেন। সে দেশে বসবাসরত মুসলমান এবং বাংলাদেশীরা এই পরিস্থিতি নিয়ে উদবিগ্ন, তবে ফ্রান্সের সব জাতিধর্মের মানুষ এই সংকটে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে বলেই তার ধারণা।

সাক্ষাৎকারটি শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।

Your browser doesn’t support HTML5

প্যারিস