ভারতে পেনশনের দাবীতে আন্দোলনের হুমকি

An Indian Army soldier takes position during an encounter with armed suspected militants at Pindi Khattar village in Arnia border sector, 43 kilometers (27 miles) south of Jammu, India, Nov. 27, 2014.

ভারতে পেনশন নিয়ে দাবী আদায় করতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে দেশের ২৮ লক্ষ প্রাক্তন সেনা। তাঁদের দাবি হল, একই পদে একই সময় ধরে কাজ করে আসা সেনাদের জন্য একই অঙ্কের পেনশন দিক সরকার। লোকসভা নির্বাচনের প্রচারের সময় এই দাবীকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর এক বছর প্রধানমন্ত্রিত্বের পরেও তা হয়নি। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে প্রাক্তন সেনা সংগঠনগুলির আলোচনার পরেও কোনও সমাধান না হওয়াতে এই আন্দোলনের কর্মসূচি ঘোষিত হল। ১৪ জুন প্রাক্তন সেনারা সমাবেশ করবেন দিল্লির যন্তরমন্তরে। পরের দিন, ১৫ জুন থেকে শুরু হবে আমরণ অনশন। পাশাপাশি দেশের ৫০টি শহরে বিক্ষোভ সমাবেশও চলতে থাকবে। প্রাক্তন সেনাদের এ ধরণের আন্দোলন অভূতপূর্ব ঘটনা। দেখা গেছে, সব রাজনৈতিক দলই One Rank, One Pension দাবীকে সমর্থন করে। কিন্তু সরকারে আসবার পরই দাবী মানবার ব্যাপারে টালবাহানা চলতে থাকে। কংগ্রেসও কিছু করেনি, এখন বিজেপিও করে উঠতে পারছে না।

এ সম্পর্কে কোলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

pension