ভারতে গত দু মাস ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে

ভারতে গত দু মাস ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। কোথায় গিয়ে থামবে এই মূল্যবৃদ্ধি? বিশেষত, পেট্রল-ডিজেলের দাম বাড়লেই মূল্যবৃদ্ধি হয় সব পণ্যেরই। কেন্দ্রীয় অর্থমন্ত্রি অরুণ জেটলি অবশ্য বলেছেন, দাম আর বিশেষ বাড়বে না বলেই তাঁর বিশ্বাস। দু বছর আগে নরেন্দ্র মোদি সরকার শপথ নেওয়ার সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ছিল প্রতি ব্যারেলে ১০৫ ডলার। সেই দাম জানুয়ারি মাসে নেমে যায় মাত্র ২৪ ডলারে। এখন সেটা আবার বেড়ে ৪৭ ডলার হয়েছে। সরকার কিন্তু অপরিশোধিত তেলের দর কমার সামান্যই সুবিধে দিয়েছে ভারতবাসীকে। সরকার উতপাদন শুল্ক বাড়িয়ে বরং তুলে নিয়েছে ৩৭ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব। এখন সরকারি মহল বলছে, অপরিশোধিত তেলের দর ব্যারেল-প্রতি ৬০ ডলারে উঠে গেলে সরকার শুল্ক কমিয়ে বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে। এত দিশি-বিদেশি দরের কচকচি নয়, সাধারণ মানুষের বিবেচ্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর কমছে না বাড়ছে।

Your browser doesn’t support HTML5

ভারতে গত দু মাস ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে