পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি  হাসপাতালকে ভারতের কোভিড গবেষণাকেন্দ্র করা হচ্ছে

কোভিড বিশেষজ্ঞদের সুপারিশক্রমেই ভারতের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটা আইডি  হাসপাতালকে।

কোভিড বিশেষজ্ঞদের সুপারিশক্রমেই ভারতের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শুরু প্রস্তুতি। বেলেঘাটা আইডিকে কোভিড চিকিৎসা সংক্রান্ত গবেষণাক্ষেত্রের উৎকর্ষকেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার কথা মুখ্যমন্ত্রীই ঘোষণা করেছিলেন।

রাজ্যের সরকারি ও বেসরকারি কোভিড (COVID) হাসপাতালের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল যেখানে নির্ধারিত হবে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, “দেশের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসাবে বেলেঘাটা আইডি হাসপাতালকে গড়ে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। আইসিএমআর-কে আবেদন করা হয়েছে। সবুজ সংকেত পেলেই পুরোদমে কাজ শুরু হবে।”

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি  হাসপাতালকে ভারতের কোভিড গবেষণাকেন্দ্র করা হচ্ছে