বিজেপি'কে ৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু ভোট দেবেন: দাবি কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি'র

ভারতে বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি এনডিএ সরকারের উন্নয়নের রাজনীতির কাছে হার মেনেছে। শুধু তাই নয়, একথা মাথায় রেখে দেশের ৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি'কেই ভোট দেবেন। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

বিজেপি'কে সংখ্যালঘুদের সমর্থন নিয়ে একটি পরিসংখ্যান দিতে গিয়ে মুখতার আব্বাস নকভির দাবি ২০১৪ সালের নির্বাচনে বিজেপি'কে ভোট দিয়েছিল দেশের ১৮ থেকে ২০ শতাংশ সংখ্যালঘু। এবার সেই পরিমাণ ৩০ থেকে ৩৫ শতাংশ হয়ে ‌যাবে। কেন সংখ্যালঘু ভোটের হার বাড়বে সে প্রসঙ্গে মুখতার আব্বাস নকভির ‌যুক্তি, বিরোধীরা বিজেপি সম্পর্কে ‌যে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল তা অনেকটাই দূর হয়েছে। এই সরকারের আমলে দেশে বড় কোন দাঙ্গা হয়নি। সরকারের উদ্দেশ্যই হল সাধারণ মানুষকে ভয়মুক্ত করা। পাশাপাশি দেশ থেকে জঙ্গি ও সাম্প্রদায়িক কা‌র্যকলাপ দুর করা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।