মাওবাদীদের গুলিতে এসটিএফের দুই কমান্ডার আহত

পশ্চিমবঙ্গের ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) দুই কমান্ডার জখম হয়েছেন।

সুকমার পুলিশ সুপার অভিষেক মীনা জানিয়েছেন, কিস্তারাম এবং চিন্তাগুফা গ্রামে মাওবাদী-বিরোধী অভিযান চালানোর সময়েই এনকাউন্টার হয়। রায়পুর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ওই দুই গ্রামে এসটিএফ এবং জেলা রিজার্ভ গার্ডের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছিল। অভিযান চলাকালীন সাকলের, সালাটোং এবং তোন্ডামার্কা- এই তিন জায়গায় পৃথক পৃথক ভাবে গুলির লড়াই হয়। প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে।

মাওবাদীদের গুলিতে কমান্ডার মিলাপ সোরি এবং কনস্টেবল সোধি হিদমা জখম হন। এছাড়া যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরকের বর্জ্য ও মাওবাদী সংক্রান্ত বেশকিছু জিনিস উদ্ধার করেছে বলেই খবর পাওয়া গেছে।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।