পাঞ্জাবের গুরুদাস পুরের জঙ্গি কান্ডের জঙ্গিরা পশ্চিম বঙ্গে গা ঢাকা দিয়ে থাকতে পারে

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যনুযায়ী জানা যাচ্ছে....সম্প্রতি পাঞ্জাবের গুরুদাস পুরের জঙ্গি কান্ডের ঘটনায় যুক্ত জঙ্গি সদস্যরা এরাজ্যে গাঢাকা দিয়ে থাকলেও থাকতে পারে....রাজ্য স্বরাস্ট্র দপ্তর কে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একই সাথে ইয়াকুব মেমনের ফাঁসির বদলা নিতে দাউদ ইব্রাহিমের লোকেরা সচেষ্ট হয়েছে সে ব্যাপারেও নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কে জরুরী নোট পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর।

গোয়েন্দা সূত্রের খবর ইয়াকুব মেমনের ফাঁসির বদলা হিসাবে দাউদ ইব্রাহিম কোম্পাণী এবং তার সহযোগীরা প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে একটি বড় দল ভারতে ঢোকানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় গোয়েন্দারা বিষয়টি জানার পরই কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকের সংগে জরুরী বৈঠকও সম্পন্ন করেছে।সীমান্ত নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক সম্পন্ন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী শীর্ষকর্তারা বর্ডার গার্ড অব বাংলাদেশের শীর্ষ কর্তা ব্যাক্তিদের সংগে।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর দাউদ ইব্রাহিমের লোকেরা কয়েকজন শার্পশ্যুটার বিস্ফোরক বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ একজন প্রযুক্তি বিদ এমনকী বেশকিছু অস্ত্র ও বিস্ফোরকও নেপাল সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা করছে।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

ROY TERRORISTS